বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার করোনা সন্দেহে ২৬ জনের নমুনা সংগ্রহ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে করোনা সন্দেহে ২৬ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।বুধবার এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের মধ্যে ২২ জন পুরুষ, ০৪ জন মহিলা ও ২জন শিশু।
নমুনা সংগৃহীত ১৬ জন পৌরসভার বাসিন্দা, বাকিরা পৌরসভার বাইরের। তাদের মধ্যে করোনা আক্রান্ত রুগীর সংস্পর্শে ছিলেন ১১জন, বিভিন্ন জেলা থেকে এসেছেন ৩ জন এবং ১০ জনের মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান।তাছাড়া সুপাতলার হাজী মউর উদ্দিন ও মাথিউরার তারেক আহমদ এর দ্বিতীয়বারের মতো নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ বলেন “নমুনা সংগ্রহের পর সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।”

Back to top button