বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলার চারাবইয়ে রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই?

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চারাবইয় বাজারের রাস্তায় ভোগান্তি পোহাচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষ। বৃষ্টির পানিতে মাল বাহি ট্রাক চলাচলের কারনে দিন দিন কাধা জমে চলাচল অনুপযোগী হয়ে উঠছে গ্রামবাসীর বাজারে আসার এই মাত্র মাধ্যম এই রাস্তাটি। জানা যায় চারাবইগ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন ঘরোয়া,বড় শ্বালেশ্বর মোট তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন৷

গ্রামবাসী জানান,বৃষ্টির দিনে প্রায়ই একই ভোগান্তি পোহাতে হয় তাদের। কেউ খোজ খবর রাখে না, পাশের গ্রামে কাজ চলায় মাল বাহি ট্রাক চলাচলে রাস্তা বেহাল দশার দিকে ধাবিত হচ্ছে৷ গ্রামের অনেক মুরব্বি নামাজে যেতে পা পিছলে পড়ে যান অনেক সময় এমন অভিযোগ ও রয়েছে৷

এ বিষয়ে শেওলা ইউনিয়ন চেয়ারম্যান জহুর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চারাবই গ্রামের রাস্তা সম্বন্ধে তিনি অবগত নয়, গ্রামের কেউ জানায় নি থাকে। তবে বিয়ানীবাজার টাইমসের মাধ্যমে খবর পেয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন এই ইউপি চেয়ারম্যান।

গ্রামবাসীর চাওয়া স্থায়ী ভাবে রাস্তা সংস্কার করে পাকা করলে বৃষ্টির দিনে আর ভোগান্তি পোহাতে হবে না চারাবই তথা তিনটি গ্রামের কয়েক হাজার মানুষের।

Back to top button