বিয়ানীবাজার পৌরসভার একটি রাস্তার কারনে ভোগান্তিতে ওয়ার্ডবাসী
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দিন থেকে বৃষ্টির পানিতে তলিয়ে যায় বিয়ানীবাজার ৬ নং ওয়ার্ডের ফতেহপুর -দাসগ্রাম দিয়ে যাতায়াতের রাস্তা। দুই গ্রামে এক ওয়ার্ড হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন। আর এই ওয়ার্ডে দু হাজারের বেশি ভোটার থাকার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে দীর্ঘ দিন থেকে সংস্কারকাজ হচ্ছে না ফতেহপুর -দাসগ্রামের যাতায়াতের এই রাস্তাটি। ভাঙা রাস্তায় বৃষ্টিতে তলিয়ে যাওয়ার ফলে চলাচলে ব্যাঘাত ঘটে স্থানীয়দের এ ছাড়াও যান চলাচলেও সড়ক দূর্ঘটনার ঝুঁকি রয়েছে।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সরাজ উদ্দিন বিয়ানীবাজার টাইমসকে জানান, বিল পাস হলে রাস্তার সংস্কার কাজ শুরু হবে। তা ছাড়া তিনি নিজ উদ্যোগে ইট ও বালু ফেলে সাময়িক সংস্কারের করেছেন অনেকবার এবং নিয়মিত পানি যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। করোনাকাল গেলে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার হবে বলে তিনি জানান।
ভোগান্তিতে থাকা ৬ নং ওয়ার্ড বাসীর চাওয়া দ্রুত সংস্কার করে তাদের চলাচল উপযোগী করে দেওয়া হবে ফতেহপুর – দাসগ্রামের যাতায়াতের এই রাস্তাটি।