বিয়ানীবাজারে আলম থেকে শুরু শেষ কোথায়? ৪৫ পজেটিভে চিন্তিত বিয়ানীবাজারবাসী!
মহসিন রনি, নিজস্ব প্রতিবেদক – গত ২৪ এপ্রিল বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় আকবর হোসেন নামের টাঙ্গাইল ফেরত এক জুয়েলারি কর্মচারীর। তার রিপোর্ট পজেটিভ আসার পর দুই মাসের মাথায় বিয়ানীবাজারে করোনা ভাইরাসের রোগী বেড়ে দাড়িয়েছে ৪৫। শুরুর দিকে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও লকডাউন শিথিল হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এদের মধ্যে বেশির ভাগ স্থানীয় কর্মজীবী কিংবা অনুপ্রবেশকারী।
অনেকেই কমিউনিটি ট্রান্সমিশন এর শিকার। বেশিরভাগ তরুনরা নিজের অজান্তে যে কারো সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন ফলে তাদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে অদৃশ্য এই করোনা ভাইরাস।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে কেউ হাসপাতালে এসে নমুনা দিয়ে যাচ্ছেন আবার কারো বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত বিয়ানীবাজার থেকে ৫৬২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৪৫ টি পজেটিভ এবং অপেক্ষমাণ রয়েছে প্রায় দেড় শতাধিক নমুনা ও নেগেটিভ এসেছে তিন শতাধিক রিপোর্ট।
প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় চিন্তিত বিয়ানীবাজারবাসী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাময়িক চিন্তাকে বাস্তবে সচেতনতায় রূপ দিতে অনেকটা ব্যার্থ স্থানীয়রা,বাজারের চিত্র দেখলে এখনো মনে হবে না এখানকার মানুষ করোনাকাল পার করছে।