গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

নিউজ ডেস্ক-সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।

সোমবার (১৫ জুন) রাত ২টার দিকে বাজারের বারনী পুকুরপাড় সংলগ্ন ব্যবসায়ী পাপ্পু দেবের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক পাচু গোপাল দেব জানান, সোমবার রাত ২টার দিকে ৬-৭ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের সামনের গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহকর্তা পাচু দেবকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে। এ সময় তার ছেলে পাপ্পু দেব এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে। বাড়ির অন্য সদস্যদেরও অস্ত্রের মুখে বেঁধে সবাইকে বাথরুমে আটকে রাখে। পরে ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেটসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে ডাকাতির খবর পেয়ে মঙ্গলবার (১৬ জুন) সকালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Back to top button