বড়লেখা

বড়লেখায় ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এ উপজেলার ৩টি এলাকাকে ইয়েলো ও ৮ টি এলাকাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার মৌলভীবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভা শেষে এসব এলাকায় জোনিং বাস্তাবায়নের জন্য একটি প্রস্তার অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ইয়েলো জোন এলাকাগুলোর মধ্যে হলো উপজেলার নিজবাহাদুর, বড়লেখা সদর ও সুজানগর ইউনিয়ন।এছাড়া বড়লেখা পৌরসভা,উত্তর শাহবাজপুর, দক্ষিন শাহবাজপুর, দক্ষিন ভাগ(উত্তর),দক্ষিনভাগ (দক্ষিন), দাসেরবাজার,বর্ণি,তালিমপুর ইউনিয়নকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার অনুযায়ী জোনিং করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে মৌথিক ভাবে জানানো হয়েছে। তবে মতামতের জন্য উর্ধতন কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বড়লেখা উপজেলায় এ পর্যন্ত ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৬ জন।

Back to top button