বিয়ানীবাজার সংবাদ
ব্রেকিং-বিয়ানীবাজারে আরেকজন করোনা আক্রান্ত সনাক্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আরেকজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। তবে তিনি সিলেট শহীদ শামসুদ্দিনে নমুনা দিয়েছিলেন বলে জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ রাতে ওসমানীর ল্যাবে ঐ ব্যাক্তির করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। আক্রান্ত তরুনের নাম শিপলু আহমদ (২৫)। সে উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
এ ব্যাপারে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, আক্রান্ত তরুন সিলেট শহীদ শামসুদ্দিনে তার নমুনা জমা দেয়। আজ ওসমানীর ল্যাবে তার করোনা পজিটিভ আসে। আমরা খবর নিশ্চিত হয়েছি, বর্তমানে আক্রান্ত তরুন তার নিজ বাড়িতে অবস্থান করছে।