বড়লেখা

আওয়ামিলীগ নেতা কামরানের মৃত্যুতে বড়লেখার বিএনপি নেতার শোক

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন।

সোমবার সাবেক এই মেয়রের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোষ্টে সহিদ খাঁন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুস সহিদ খাঁন তাঁর ফেসবুক পোষ্টে লিখেন, বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেটবাসী আজ একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবিদককে হারালো(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)

আমি বাকরুদ্ধ! বলার ভাষা হারিয়ে ফেলেছি!সিলেটের দীর্ঘ দিনের রাজনৈতিক সম্প্রীতির মুল কারিগর প্রিয় বদরুদ্দিন আহমদ কামরান ভাই আজ আর নেই।সিলেটে যখনই রাজনৈতিক পরিস্হিতি সাংঘর্ষিক হয়েছে তখনই কামরান ভাই ঝাপিয়ে পড়েছেন। চরম রাজনৈতিক বৈরিতার মাঝেও সবার সাথে তিনি সুসম্পর্ক রাখতেন।যখন সিলেটবাসী সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান এবং বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে তাঁদের আস্হা , বিশ্বাস, ভালোবাসা ও ভরসার প্রতীক হিসাবে অন্তর থেকে বিবেচনায় নিয়ে পথ চলছে দীপ্ত পদভারে ঠিক এমনই এক সময়ে পুরো সিলেটবাসীকে চোঁখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় কামরান ভাই।আজ আমি পরম শ্রদ্ধাভরে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সিলেটবাসীর সকল ঐক্যবদ্ধ ন্যায্য আন্দোলনে কামরান ভাইয়ের অবদান স্মরণ করছি।মহান আল্লাহ প্রিয় কামরান ভাইকে জান্নাতবাসী করুন, আমিন।

উল্লেখ্য,ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে কামরানের মৃত্যু হয়।গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

Back to top button