বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে আক্রান্ত ৮জনের মধ্যে ৪জনই একই পরিবারের!
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় আরো ৮ করোনা পজেটিভ অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ রাতে ওসমানীর ল্যাব থেকে প্রকাশিত তালিকায় ৮জনের করোনা সনাক্তের বিষয়টি শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত করে।
নতুন আক্রান্ত পাচঁ জন পৌরশহরের কসবা এলাকার বাসিন্দা তারা হলেন জয়নাল আবেদিন (২৫) জাফর আবেদিন (২৩) তোফিক আবেদিন (৮) আলেয়া বেগম (৬০) আখতার হোসাইন (৪০) । অপর তিনজন আলীনগর ইউনিয়নের শহীদ মিয়া সরকার (৫৫), কোনাগ্রাম এলাকার নজরুল ইসলাম (৬০), খাসা এলাকার জবরুল ইসলাম (৪৫) ।
আক্রান্তদের মধ্যে পৌর এলাকার কসবা গ্রামের ৪জন একই পরিবারের এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারি মজির উদ্দিনের পরিবারের সদস্য।
উল্লেখ্য, বিয়ানীবাজারে আজকের ৮জন নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন।