কানাইঘাট

কানাইঘাটে আক্রান্ত আরও ২ জন, সুস্থ ১

নিউজ ডেস্ক- সিলেটের কানাইঘাটে নতুন করে আরও ২ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া সুস্থ হয়েছেন ১ জন এবং দ্বিতীয়বার করোনা পজেটিভ এসেছে আরও ৩ জনের।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকার একটি ল্যাব থেকে এ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র। আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৫ জুন।

নতুন আক্রান্ত দু’জন হলেন পৌরসভার রায়গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের অফিস সহায়ক বিনন্দ কুমার দাস (৩২) ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের রাধিকা রানী দেব (৫৩)। সুস্থ হয়েছেন রায়গড় গ্রামের বাসিন্দা শামীম আহমদ (২৭) এবং দ্বিতীয়বার নমুনা টেস্টে পজেটিভ হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রিয়াজুল আমিন (৫৭), উত্তর দলইমাটি গ্রামের সারোয়ার জাহান (২৭) ও ডালাইচর গ্রামের জামিল আহমদ (২৯)।

এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭ জনে। সুস্থ হয়েছেন ২২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

Back to top button