বড়লেখায় ভাইকে বাঁচাতে স্কুল শিক্ষক ভাইয়ের করুণ মিনতি “সাহায্য করুন”
আশফাক জুনেদ:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম। দীর্ঘদিন থেকে রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে।মা-বাবা, ভাই-বোন আর স্ত্রী সন্তান নিয়ে তার পরিবার। মোটামুটি সচ্ছল একটি পরিবার তার।কিন্তু সেই সচ্ছলতা আর রইলো না।কারণ দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণ পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন তার দু’টি কিডনিই অকেজো হয়েছে! এমন অবস্থায় বাঁচার উপায় দু’টি – নতুন কিডনি সংযোজন অথবা নিয়মিত ডায়ালাইসিস করানো; যার উভয়েই অনেক ব্যয়বহুল। ডাক্তাররা জানিয়েছে নতুন কিডনি প্রতিস্থাপনে এককালীন প্রায় ২০-২৫ লক্ষ টাকার প্রয়োজন ।
পরিবার, নিকটাত্মীয়র সহযোগীতায় কয়েক মাস থেকে তিনি ডায়ালাইসিস করে আসলেও এখন সেটাও আর সম্ভব হচ্ছে না। দিনে দিনে তার রোগ যেমন গুরুতর হচ্ছে, তেমনি পরিবারের অবস্থা হচ্ছে করুণ। সারাদিন প্রাইভেট হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বিছানায় শুয়ে থাকলেও দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে আছে তার মন। মনে হয়তঃ হাজারো প্রশ্ন উঁকি দেয় তার – সদ্যজাত তার সন্তানের আঙ্গুল ধরে স্কুলে দিয়ে আসা হবে কি না, আর কখনো বলা হবে কি না- তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি তো! বদরুলের স্ত্রী মুখে কিছু না বললেও তার অশ্রুসজল চোঁখ বলে দেয় অনেক কিছুই।
সব মিলিয়ে এই সময়ে বদরুল এবং তার পরিবারের একমাত্র অবলম্বন বড়লেখা উপজেলাসহ দেশের সাধারণ মানুষ থেকে উঁচু শ্রেণীর বিত্তবানরা, যাদের একটুখানি সদয় দৃষ্টিই পারে তার পরিবারের হাসি ফিরিয়ে দিতে। তাই বদরুলের জীবন বাঁচাতে, তার পরিবার দেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছে, আপনারা এগিয়ে আসুন, আপনার একটু চেষ্টায় পারে একটি জীবন বাঁচাতে, আপনারাই পারেন বদরুলকে তার আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। ছয়ফুলের বড় ভাই স্কুল শিক্ষক মিলাদ হোসেন বলেন,আমার ভাইয়ের দুটি কিডনি অকেজো হয়ে গেছে।হাসাপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে আমার ভাই।ডাক্তাররা বলেছেন ২০-২৫ লক্ষ টাকা হলে আমার ভাই সুস্থ হবে।কিন্তু এত টাকা যোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না।
আমাদের সহায় সম্পত্তি সব বিক্রি করে ভাইয়ের চিকিৎসা করিয়েছি। তাই এমন অবস্থায় আমি আমার পরিবারের পক্ষ থেকে দেশের বিত্তবানদের কাছে সহযোগীতা চাইছি।দয়া করে আমাদের সাহায্য করুন। আর্থিক সহায়তা পাঠাতে পারেনঃ সাহায্যের জন্য বিকাশ নাম্বার 01740628986 পার্সোনাল 01717281413 পার্সোনাল 01717745174 পার্সোনাল রকেট 018430103035 নগদ 01717281413 ব্যাংক হিসাব নাম : শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঠালতলী নাম্বার : 20507770240816514 ইসলামী ব্যাংক, কাঠালতলী আউটলেট শাখা,বড়লেখা, মৌলভীবাজার। জাবের আহমদ 203 101 21462 ডাচ্ বাংলা ব্যাংক বড়লেখা শাখা। রোগীর অবস্থা জানার জন্য যোগাযোগ করুন : 01723109918