বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে মৃত্যুর পর জানা গেলো আনসার ছিলেন করোনা আক্রান্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মৃত্যর পর জানা গেলো মৃত্যুবরনকারি ব্যাক্তি ছিলেন করোনা পজিটিভ। সিলেটের জালালপুরে বাসিন্দা আনসার উদ্দীন দীর্ঘদিন ধরে পৌরসভার কসবা এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন মারা যান। শুক্রবার রাতে ফলাফল আসে তিনি করোনায় পজেটিভ ছিলেন।
বিয়ানীবাজারের ৩১তম করোনায় শনাক্ত আনসার উদ্দীনের নমুনা ওসমানি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছিল। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিয়ানীবাজারের ২ জন। আনসার উদ্দীনকে সিলেট মানিকপীর কবরস্থানে দাফন করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, শুক্রবার রাত পৌনে ১২ টায় নতুন আক্রান্তদের ফলাফল হাতে আসে। সেখানে একমাত্র শনাক্ত হওয়া ব্যক্তি মারা গেছেন। তাঁর সংস্পর্শে আসাদের নমুনা নেয়া হবে।