বিয়ানীবাজার সংবাদ

না ফেরার দেশে বিয়ানীবাজারের পিএইচজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সফর আলী স্যার

বিয়ানীবাজার টাইমসওঃ বিয়ানীবাজারের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক সফর আলী ইন্তেকাল করেছেন। ১৩ জুন রাত সাড়ে ১২টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

তাঁর বাড়ি জলঢুপের আষ্টসাঙ্গন গ্রামে। মৃত্যুকালে তিনি স্বজন সহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর আষ্টসাঙ্গন মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হবে।

এদিকে শিক্ষক সফর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি. এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

Back to top button