বিয়ানীবাজার বাবুর্চি কল্যাণ সমিতির পাশে ভাইস চেয়ারম্যান জামাল হোসেন
বিয়ানীবাজারঃ নীরব ঘাতক নভেল করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্ববাসী যখন অসহায় ও বিপর্যস্ত, ঠিক তখনই বিয়ানীবাজার উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুর্গত অসহায় মানুষের সাহায্যার্থে বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন এর খাদ্য সামগ্রী উপহার বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনাকালে কর্ম হারিয়ে বিপর্যস্ত ও অসহায় হয়ে পড়ে। বিয়ানীবাজার বাবুর্চি কল্যাণ সমিতির সদস্যরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তারই ধারাবাহিক অংশ হিসেবে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন এর উদ্যোগে বিয়ানীবাজার বাবুর্চি কল্যাণ সমিতির প্রায় ১শ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দক্ষিণ বিয়ানীবাজারস্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন এর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সমাজসেবী কয়ছর আহমদ পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাসান রায়হান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শাহিন আলম হৃদয়, বাবুর্চি কল্যান সমিতির একাংশের সভাপতি মাসুক উদ্দীন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুকিত মোহাম্মদ, বাবুর্চি কল্যান সমিতির একাংশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন, বিলাল আহমদ, আশিক আহমদ প্রমুখ।