বড়লেখা

বড়লেখায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর খাদে, ১৬ চা শ্রমিক আহত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাদ চা বাগানে কাচা চা পাতা বোঝাই ট্রাক্টর উল্টে ১৬জন চা শ্রমিক আহত হয়েছেন। এদের ১৫ জনই নারী চা শ্রমিক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগানের একটি সেকশন থেকে পাতা বোঝাই করে বাগান কার্যালয়ে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা হাসপাতাল সুত্রে জানা গেছে, আল্লাদাদ চা বাগানের একটি সেকশন থেকে চা-পাতা বোঝাই করে একটি ট্রাক্টর বাগান কার্যালয়ের দিকে যাচ্ছিল। চা পাতা বোঝাই এ ট্রাক্টরে করে ১৬ জন চা শ্রমিকও ঘরে ফিরছিল। একপর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে শ্রমিকদের প্রত্যেকই আহত হন। গুরুতর ১১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে রীনা, টুম্পা, সাপরমান, যমুনা, শিবানী, মোরশেদা, ইসলাম উদ্দিন, রোজিনা, শান্ত, মালিনি, রোজিনা (২)।

আহত অন্যদের শাহবাজপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Back to top button