জকিগঞ্জে নমুনা দিয়ে বিয়ানীবাজারে ব্যাংক ডিউটিরত কর্মচারির করোনা সনাক্ত, ঝুঁকিতে মানুষ
বিয়ানীবাজার টাইমসঃ মোস্তফা আহমদ, বাড়ি জকিগঞ্জ উপজেলায় হলেও বিয়ানীবাজার উপজেলায় পূবালী ব্যাংক বারইগ্রাম শাখায় সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত তিনি। করোনা সন্দেহে গত সপ্তাহে তিনি নমুনা দিয়েছিলেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
নিয়ম অনুযায়ী রিপোর্ট না আসা পর্যন্ত তিনি হোম কোয়ারাইন্টাইনে থাকার কথা। অথচ তিনি নমুনা দেয়ার ব্যাপারটি গোপন করে এরপর থেকে বিয়ানীবাজারে তার নিজ কর্মস্থলে গনপরিবন ব্যবহার করে এসেছেন এবং মানুষের সাথে স্বাভাবিকভাবে মিশেছেন।
তার করোনার রিপোর্ট পজিটিভ আসে, তিনি এ খবরে নীরবে কর্মস্থল ছেড়ে আবারো তার নিজ এলাকা জকিগঞ্জে পাড়ি জমান। গতকাল বুধবার পর্যন্ত উপজেলার বারইগ্রাম বাজারে অবস্থিত পূবালী ব্যাংকে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। তার করোনা সনাক্তের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে আতংকিত হয়ে পড়েছেন অনেকেই, কারন তিনি সবার সাথে স্বাভাবিকভাবেই মিশেছিলেন।
নাম না প্রকাশ করার শর্তে বারইগ্রাম বাজারের এক ব্যবসায়ী বলেন, সে স্বাভাবিকভাবেই সকল মানুষের সাথে মিশেছে, এখন তার মাধ্যমেই এই পুরো এলাকার কত মানুষ সংক্রমিত হতে পারে। একজন দায়িত্বশীল লোকের কাছ থেকে এরকম আচরন অবশ্যই শোভনীয় নয়। তার করোনার খবরে তার সংস্পর্শে যারা ছিলেন তাদের মধ্যে এখন আতংক বিরাজ করছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবু ইসহাক জানান, তারাও খবরটি পেয়ে অনেকটাই বিস্মিত, স্বাস্থ্যবিধি ও নিয়মনীতির তোয়াক্কা না করার কারনে দিনদিন ঝুকিপূর্ন হয়ে বিয়ানীবাজার উপজেলা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও নমুনা যারা দিয়েছেন তাদের রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন।