গোলাপগঞ্জ

করোনায় গোলাপগঞ্জের বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জ করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তির বাড়ি উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে। তার নাম মতিন মিয়া।

বিষয়টি বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধ সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু বরণ করেছেন।

তিনি বলেন, মারা যাওয়ার খবর আমরা শুনেছি। তবে আমাদের কাছে অফিসিয়ালি কিছু আসে নি।

এর আগে গত (৩১মে) বৃদ্ধের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

উল্লেখ্য, উপজেলায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৮জন এবং মৃত্যুবরণ করেছেন নতুন ১ জনসহ মোট দুইজন।

Back to top button