বিয়ানীবাজার সংবাদ

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ বিয়ানীবাজারের আব্দুস শহীদ আর নেই

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস শহীদ আর নেই।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের সময় বিয়ানীবাজার উপজেলার কাকুরা গ্রামে তাঁর নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

৯০ দশেকে বাংলাদেশের ছাত্র রাজনীতির অবস্থা ভয়াবহ ছিল। ছাত্র সংগঠনগুলোর দ্বন্দের কারণে প্রায়ই দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতো। অধ্যক্ষ আব্দুস শহীদ আর নেই এ পরিস্থিতিতে কখনও মদনমোহন কলেজ বন্ধ ঘোষণা করেননি। তিনি অত্যন্ত সুনামের সাথে কলেজের সকল কার্যক্রম পরিচালনা করেছেন। আজ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়েছে ।

Back to top button