বড়লেখা

বড়লেখায় সাপের দংশনে সদ্য বিবাহিত স্কুল শিক্ষকের মৃত্যু

বড়লেখা- বিষধর সাপের কামড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সৌরভ সরকার (৩০)

নামের এই শিক্ষক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুরের ইউনাইটেড হাই স্কুলের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

৮ জুন রবিবার রাত আটটার দিকে তাকে সাপে কামড় দেয়। রাতেই স্থানীয় একতারপুরের এক ওঝার চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে খোকসা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত বারোটায় হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথে সৌরভ সরকারের মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের কমলাপুর পূর্বপাড়া গ্রামের শিবির সরকারের ছেলে। তার কোনো সন্তানাদি না থাকলেও সদ্য বিবাহিত স্ত্রী রয়েছে।

Back to top button