বিয়ানীবাজারে ৭০ বছরের বৃদ্ধা করোনা আক্রান্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আরেকজন করোনা আক্রান্ত রোগীর খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নে। তবে তিনি সিলেট ওসমানীর ল্যাবে সরাসরি নমুনা দিয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।
তিনি জানান, নতুন করোনা রোগী হাসিনা বেগম ৬-৭ দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকাবস্থায় তার প্রথম নমুনা পরীক্ষা করা হলে নেগেটিভ ফলাফল আসে। কিন্তু দ্বিতীয় নমুনা স্যাম্পল ল্যাবে পরীক্ষা করা হলে সেটা পজেটিভ শনাক্ত হয়। দ্বিতীয় নমুনার রিপোর্ট আসার আগেই তিনি আলীনগরে তার বাড়িতে চলে আসেন।
ডা. আবু ইসহাক আজাদ জানান, মঙ্গলবার সকালে করোনা আক্রান্ত বৃদ্ধার বাড়ি লকডাউন করা হবে এবং তাঁর সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হবে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, এ উপজেলা থেকে এখন পর্যন্ত ৪২৫টি নমুনা ল্যাবে প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট এসেছে ২৭৩টি নমুনার। এর মধ্যে পজেটিভ ২৩টি এবং নেগেটিভ ২০৮টি। এছাড়া অপেক্ষামাণ রয়েছে আরও ১৫২টি নমুনার রিপোর্ট। তবে প্রথম শনাক্ত হওয়া ৬জন সুস্থ হয়েছেন। আক্রান্ত বাকিদেরকে নিজেদের বাড়িতে আইসোলেশনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা।