বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
বড়লেখা প্রতিনিধি-মৌলভীবাজারের বড়লেখায় প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অনুরঞ্জন দেবনাথ (৬০) নামে এক ব্যবসায়ীর মৃৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়। জানা গেছে, অনুরঞ্জন দেবনাথ দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন।
এছাড়া তার শ্বাস কষ্টও ছিল। সম্প্রতি তার করোনার উপসর্গ জ্বর, কাশি দেখা দেয়। ৬ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। এখনও তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসেনি। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান,ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের করোনার উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বুঝা যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।