বিয়ানীবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধসহ ১৩ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদকঃবিয়ানীবাজারে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধসহ আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রবিবার এসব নমুনা সংগ্রহ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।
হাসপাতাল সুত্রে জানা যায়,করোনা উপসর্গ নিয়ে মৃত এক বৃদ্ধ সহ ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এর মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন মহিলা।নমুনা সংগ্রহীত ১১ জন পৌর শহরের বাসিন্দা ও ২ জন পৌর এলাকার বাহিরের।তাদের মধ্যে করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন ৩ জন,বিভিন্ন জেলা থেকে এসেছেন ৫ জন এবং বাকি ৫ জনের করোনার উপসর্গ রয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ বলেন,আজ বিয়ানীবাজারে আরো ১৩ জনের করোনা ভাইরাস পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে।