বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ভয়াবহ রূপ নিচ্ছে

মহসিন রনি– অদৃশ্য এক ভাইরাস আতংকে রয়েছে পুরো বিয়ানীবাজারবাসী। তবে লকডাউন কিংবা মার্কেট বন্ধের নির্দেশের অধ্যায় শেষ হলেও এখন পর্যন্ত করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার। ২৩ আক্রান্তের মধ্যে ৫ জন সুস্থ হলেও বাকিরা আছেন চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে ২ জন মৃত্যু বরন করেছেন। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকেই বিয়ানীবাজারে করোনার রোগী দশকের ঘরে পৌছেছে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে আক্রান্তদের মধ্যে কেউ কেউ অনুপ্রবেশকারী আবার কেউ কেউ স্থানীয় বাসিন্দা কমিউনিটি ট্রান্সমিশন এর শিকার হয়েছেন।

দীর্ঘ তিন মাস লকডাইনের পর আগের রূপে ফিরেছে বিয়ানীবাজার। আর এই আগের রূপে ফিরতে গিয়েই কপাল পুড়ছে পুরো উপজেলাবাসীর। প্রতিদিন রেকর্ড সংখ্যক নমুনা সংগ্রহের সাথে বাড়ছে করোনার রোগী।

আক্রান্তদের মধ্যে কমিউনিটি ট্রান্সমিশন এর শিকার তরুনরা। যার মধ্যে পৌর শহরের আরিফ উদ্দিন ও মাহমুদ রয়েছেন। তবে মহামারি এই ভাইরাসটি থেকে রক্ষা পাওয়া ৫ জনের ৪ জনই বাড়িতে থেকে সুস্থ হয়েছেন ফলে এ ক্ষেত্রে এদের কাছ থেকেই অনেকেই অনুপ্রেরণা পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে পারেন৷

অধিকাংশ আক্রান্তদের করোনার উপসর্গ ছিল না এমনটাই জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে ,গতকাল রেকর্ড সংখ্যক ৬১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগী বাড়ার কারন হিসেবে অনুপ্রবেশকারী ও অসেচতনতাকে দায়ী করছেন তিনি। তবে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি সেই সাথে যারা কর্ম ক্ষেত্রে নিয়জিত তাদের মাস্ক ও হ্যান্ড গ্লাবস ব্যাবহার করার অনুরোধ করেন।

করোনা ভাইরাস দিন দিন বিয়ানীবাজারের ভয়াবহ রূপ নিচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাড়াতে হলে ঘরে থাকার বিকল্প নেই।

Back to top button