বড়লেখা থানায় জীবানুনাশক টানেল স্থাপন
আশফাক জুনেদ,বড়লেখাঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার প্রতিরোধে মৌলভীবাজারের বড়লেখা থানার প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। থানায় সেবা নিতে যাওয়া সর্বসাধারণকে জীবাণুনাশক টানেল এর ভিতর দিয়ে জীবাণুমুক্ত হয়ে থানায় প্রবেশ করার জন্য এ টানেল স্থাপন করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক রবিবার সন্ধ্যায় জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে থানার প্রবেশ মুখে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এর ফলে বাইরে থেকে থানায় আশা সেবাগ্রহণকারী ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। স্প্রেতে মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু থানায় প্রবেশ করতে পারবে না।
বড়লেখা থানায় প্রবেশ মুখে স্থাপন করা এই জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন,বড়লেখা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক। এসময় বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ সহ থানার সকল কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।