বড়লেখা
বড়লেখায় মাস্ক না পরায় ২৭ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার না করায় ২৭ জনকে ১০,১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার পৌর শহর এলাকায় এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন,পৌর শহরে মাস্ক না পরে বাহিরে বের হওয়ায় ২৭ জনকে ১০,১০০ টাকা জরিমানা করা হয়েছে।দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত।ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হওয়া উচিত।এ অভিযান নিয়মিত চলবে।