বিয়ানীবাজার সংবাদ

করোনা আক্রান্তের খবরে এবার বিয়ানীবাজারের সোনালী ব্যাংক ম্যানেজার শ্বশুড় বাড়ি!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার বৈরাগীবাজার সোনালী ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম (৩৫) করোনা আক্রান্ত হয়েছেন। এ রিপোর্ট পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার সাথে যোগাযোগ করা হলে জানা যায় তিনি জকিগঞ্জ উপজেলায় তার শ্বশুড় বাড়িতে অবস্থান করছেন। অথচ নমুনা সংগ্রহের পর থেকে তাকে বিয়ানীবাজারে হোম কোয়ারাইন্টাইনে থাকার কথা।

এর আগে একই ব্যাংকের করোনা আক্রান্ত সিনিয়র ব্যাংক কর্মকর্তা করোনা পজিটিভের খবর পেয়ে রাতের আধারে অনেকটা পালিয়ে বিয়ানীবাজার ছেড়ে তার নিজ এলাকা নারায়নগঞ্জ চলে যান।

গতকাল শনিবার (০৭ জুন) বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ৩ জনের তালিকায় তার নাম ছিলো। বাকি দুইজনের মধ্যে একজন ফতেহপুর এলাকায় ভাড়া থাকা ট্রাফিক সার্জেন্ট শরিফ উদ্দিন (৩৬) এবং কসবা এলাকার আরিফ আহমদ (২৮)।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান, করোনা আক্রান্ত অনেকেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো ঘুরাফেরা করছেন যা করোনার পাবলিক ট্রান্সমিশনের জন্য ভয়াবহ। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলাফেরা করার অনুরোধ জানান এবং নমুনা সংগ্রহ করা সকল ব্যাক্তির হোম কোয়ারাইন্টাইন নিশ্চিতে উপজেলা ও স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

Back to top button