বড়লেখা

বড়লেখায় বজ্রপাতে একদিনে দুইজনের মৃৃত্যু

আশফাক জুনেদ,বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে পৃথক দুই স্থানে আব্দুল মতিন (৫৫) নামের এক কৃষক ও রুবেল আহমদ নামের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের ইসহাক আলীর বড় ছেলে আব্দুল মতিন এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ।

জানা যায়,আব্দুল মতিন শনিবার সকালে তার বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন।এসময় প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়।বৃষ্টিপাতের এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল মতিনের মৃৃত্যু হয়।

অন্যদিকে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রুবেল আহমদ উপজেলার কাজিরবন্দ এলাকার একটি খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রুবেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন বজ্রপাতে উপজেলায় পৃথক দুই স্থানে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।ডিসি স্যারের অনুমতি  নিয়ে লাশ দাফন কাফনের জন্য পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Back to top button