করোনা আক্রান্ত শুনে বিয়ানীবাজার থেকে পালালেন সোনালী ব্যাংক কর্মকর্তা
বিয়ানীবাজার টাইমসঃ শুক্রবার (৫জুন) রাতে রিপোর্ট আসে বিয়ানীবাজার করোনার রিপোর্ট পজিটিভ আসে উপজেলার বৈরাগীবাজারস্থ সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার। এই খবর জানার পর থেকে তিনি নীরবেই রাতের আধারে বিয়ানীবাজার ছেড়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সিলেট হয়ে তার বাড়ি নারায়নগঞ্জের দিকে যাচ্ছেন। তবে কিভাবে বা কোন যানবাহনে তিনি বিয়ানীবাজার ছেড়েছেন এব্যাপারে কিছুই জানা যায়নি। সেক্ষেত্রে গনপরিবহনে যাতায়াত করলে অনেকেই তার দ্বারা আক্রান্ত হতে পারে।
করোনা আক্রান্ত সেই ব্যাংক কর্মকর্তার নাম জুয়েল রানা (৪৫)। তিনি সোনালী ব্যাংক বৈরাগীবাজার শাখার সিনিয়র কর্মকর্তা।
জানা যায়, আক্রান্ত জুয়েল রানা অতি সম্প্রতি কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জ যান এবং ফিরে আসেন। তিনি নারায়নগঞ্জ থাকাকালে একবার করোনা পরীক্ষা করালে সেটির নেগেটিভ ফলাফল আসে। এরপর কর্মস্থলে এসে তিনি আরো দু’দিন দায়িত্ব পালন করেন। নারায়নগঞ্জ থেকে ফেরার পর তাকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশণা দিলেও ব্যাংকের ব্যবস্থাপক স্থানীয় প্রশাসনকে জুয়েল রানার করোনা নেগেটিভ প্রতিবেদন প্রদর্শণ করেন। ফলে তাকে আর কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।
এব্যাপারে স্থানীয় স্বাস্থ্য সহকারি আশরাফুল হক জানান, প্রতিদিনই অন্যান্য জেলা থেকে তাদের এলাকায় মানুষ আসছেন। তারা চেষ্টা করছেন সবাইকে নমুনা পরীক্ষার আওতায় আনতে। এছাড়াও তিনি নিয়মিত সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ জানান, নারায়নগঞ্জে তার করোনার ফলাফল নেগেটিভ আসলেও সিলেটের পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, রাস্তায় কোনভাবে তিনি করোনায় আক্রান্ত হন। তিনি জানান, সোনালী ব্যাংকের অপর আরেক কর্মকর্তা করোনা পরীক্ষা করতে দেয়ার সময় জুয়েল রানাও ফের তার নমুনা পরীক্ষার জন্য দেন। আর এতেই তার করোনা ফলাফল পজিটিভ আসে।
ডা. আবু ইসহাক আজাদ বলেন, পুলিশসহ আমরা শনিবার সকালে আক্রান্ত জুয়েল রানাকে আইসোলেশনে থাকার জন্য নির্দেশণা দিতে গেলে জানতে পারি তিনি এলাকায় নেই। পরে অবশ্য তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আক্রান্ত জুয়েল রানা সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে গিয়ে সেখান থেকে নারায়নগঞ্জের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। কি ধরণের যানবাহনে তিনি ফিরে যাচ্ছেন জানতে চাইলে কারো কাছে কোন উত্তর মিলেনি।