বড়লেখা

বড়লেখায় স্বামী-স্ত্রীর করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩

বড়লেখা প্রতিনিধিঃমৌলভীবাজারের বড়লেখায় আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ঢাকার ন্যাশনাল ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই দুই ব্যক্তি করোনা পজিটিভ বলে জানা যায়।

আক্রান্তরা বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকার বাসিন্দা। আক্রান্তরা দু’জন স্বামী (২৮)- স্ত্রী (২৪)। তারা করোনার মৃদু উপসর্গ নিয়ে বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার রাত দশটার দিকে বড়লেখার ডাককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মে করোনা সন্দেহে বড়লেখা উপজেলার কয়েকজনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার ( ৫জুন) বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তাদের দুজনের শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। তবে এখন সেটা হ্রাস পেতে শুরু করেছে। দুজনের অবস্থাই উন্নতির দিকে। তাদের কোন রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি না থাকায় তারা স্থানীয়ভাবে আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ ।এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস আজ শুক্রবার রাত দশটার দিকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘আক্রান্ত দুজনের অবস্থা উন্নতির দিকে । তাদেরকে বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।

Back to top button