বড়লেখায় মুক্তিযোদ্ধা সন্তানের লণ্ডভণ্ড বসত ভিটায় উঠছে নতুন ঘর
আশফাক জুনেদ,বড়লেখাঃমৌলভীবাজারের বড়লেখায় বৈদ্যুতিক খুঁটি পড়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান লায়লা বেগমের দুমড়ে মুচড়ে যাওয়া ঘর নতুন ভাবে তৈরি করে দেওয়ার কথা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ঘরের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার(৫ মে) প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সেই ঘরের কাজ শুরু হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে ,গত ৩ মে (বুধবার) বিকেলের দিকে সৃষ্ট ঝড়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধার সন্তান হতদরিদ্র লায়লা বেগমের কুঁড়েঘরে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এসময় কেউ হতাহত না হলেও বসতঘর সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়েছে। এতে পরিবারটি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।খবর পেয়ে পরদিন (৪ মে )বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক পরিবারটির পাশে দাঁড়ান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এ সময় পরিবারটির হাতে পাঁচ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা তুলে দেন। এরপর তাদের নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ২৪ ঘন্টার মাথায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নতুন ঘর তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়।
নতুন ঘর পেয়ে আনন্দিত লায়লা বেগম বলেন, ‘
একমাত্র মাথা গোঁজার ঠাঁই ঝড়ে লন্ডবন্ড হয়ে যাওয়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। অর্থ সংকটে ঘর তৈরি করা নিয়ে চিন্তায় ছিলাম। ইউএনও স্যার প্রথমদিন খবর পেয়ে টাকা ও খাদ্য সহায়তা দিয়ে গেছেন। এরপর দ্রুত সময়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘরটি তৈরি করার ব্যবস্থা করেছেন। আমি ও আমার কৃতজ্ঞ।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি পড়ে মুক্তিযোদ্ধার সন্তান লায়লা বেগমের ঘর লন্ডবন্ড হয়ে যায়।পরিবারের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে তাৎক্ষনিক পরিদর্শনে যাই।লায়লা বেগম হতদরিদ্র তাই তাকে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন ২ প্রকল্প থেকে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশনায় উনাকে দ্রুত ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করা হয়।’