বড়লেখা

বড়লেখায় করোনা থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া

বড়লেখা প্রতিনিধিঃ বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দোয়া-মোনাজাত করা হয়েছে। এই ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (৫ মে) উপজেলার পাঁচ শতাধিক মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া নামাজের আগে ও পরে প্রতিটি মসজিদের করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া হয়। এ সময় প্রতিটি মসজিদে শত শত মুসলি­ উপস্থিত ছিলেন।

এ সময় ইমাম সাহেররা মুসল্লিদের বলেন, আল্লাহই শেষ ভরসা। তার কাছে মন খুলে দোয়া করুন।

বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রহুল আমিন বলেন,মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।এই মুহুর্তে মহান আল্লাহ ছাড়া এই মহামারি থেকে কেউ রক্ষা করতে পারবে না।

তিনি আরও বলেন,করোনাভাইরাস যেনো বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে নামাজের পর দোয়া ও মোনাজাতে সেই কামনা করা হয়। মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

Back to top button