বড়লেখা

বড়লেখায় ঝড়ে ঘর হারানো মুক্তিযোদ্ধার সন্তান পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের করমপুর গ্রামে প্রচন্ড ঝড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে দুমড়ে মুচড়ে যায় বীরমুক্তিযোদ্ধার সন্তান লায়লা বেগমের মাথা গোঁজার ঠাঁই।খবর পেয়ে তাৎক্ষনিক পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে লায়লা বেগমের বাড়ি যান।এসময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীরমুক্তিযোদ্ধার সন্তানের পরিবারটিকে ঘর তৈরি করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

পরে তিনি পরিবারটির হাতে পাঁচ হাজার টাকার চেক ও ২০কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি ডাল, ২ কেজি পেয়াজ এবং ১ কেজি তেল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খাঁন,স্থানীয় মেম্বার বদরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি এর নির্দেশনা মোতাবেক তাদেরকে প্রাথমিকভাবে ৫হাজার টাকার চেক ও কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে।কালকে থেকেই ঘর নির্মাণের কাজ শুরু করা হবে।’

উল্যেখ্য, গতকাল বুধবার বিকেলের দিকে সৃষ্ট ঝড়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধার সন্তান হতদরিদ্র লায়লা বেগমের কুঁড়েঘরে পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এসময় কেউ হতাহত না হলেও বসতঘর সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়েছে। এতে পরিবারটি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।

Back to top button