বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে যা জানালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিয়ানীবাজার টাইমসঃ বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার প্রেরনকৃত নমুনার মধ্যে  প্রাপ্ত ফলাফলের মধ্যে ১৮জনের ফলাফল নেগেটিভ এসেছে অর্থাৎ তাদের মধ্যে করোনা সংক্রমন নেই।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, এ নিয়ে বিয়ানীবাজার উপজেলা থেকে ৩২৬টি নমুনা প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ২০৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলগুলোর মধ্যে এ পর্যন্ত উপজেলায় ১৫ জন করোনা রুগী শনাক্ত হয়েছেন। এবং বাকি ১৯৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস এ বিয়ানীবাজার উপজেলায় ২জন রুগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৪ জন এবং হসপিটাল কোয়ারেন্টাইনে আছেন ১জন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবু ইসহাক আজাদ বিয়ানীবাজার টাইমসকে জানান, “আপনার আশেপাশে কারো করোনা উপসর্গ (জ্বর,সর্দি,কাশি,গলাব্যাথা) দেখা দিলে কিংবা অন্য জেলা থেকে কেউ এসে থাকলে আমাদের হটলাইনে ফোন করে জানান।আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।
আমাদের হটলাইনঃ০১৭৩০-৩২৪৭৫০।”

Back to top button