বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভার করোনার হটস্পট, নতুন আক্রান্ত ৫, বাড়ি লকডাউন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এখন পর্যন্ত করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে ১৮জনের রিপোর্ট। এর মধ্যে প্রথম ৫ শনাক্ত সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে, মৃত্যুবরন করেছেন দুইজন বাকিরা এখোনো লড়ছেন মহামারি এ করোনার বিরুদ্ধে। তবে আক্রান্তদের অধিকাংশের বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকায় হওয়ায় পৌর এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। সর্বশেষ বুধবার (০৩ জুন) রাতে রিপোর্টে আসা শনাক্ত ৫ রোগীর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকায় হওয়ায় আতংক বেড়েছে কয়েকগুন। ইতিমধ্যে বৃহস্পতিবার (৪জুন) সকালে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুরের নের্তৃত্বে আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

নতুন ৫জন আক্রান্ত হলেন পৌর এলাকার খাসাড়ীপাড়া গ্রামের জাকিয়া সুলতানা (৪৫), ওয়ালটন শো রুমের খাসা গ্রামের মাহমুদুল হাসান (২৭), নয়াগ্রামের সজিব মিয়া (২৫) ও গোলাম নূরানী (২৭) এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ফাস্ট ট্রাকের নিরাপত্তা প্রহরী দাসগ্রামের আফজল হোসেন (৩০)।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত বিয়ানীবাজার থেকে সংগ্রহ করে ল্যাবে পাঠানো ৩২৬টি নমুনার মধ্যে ১৫টি পজেটিভ ও ১৭৫টি নেগেটিভ ফলাফল এসেছে, বাকী ১৩৬ নমুনার ফল এখোনো পাওয়া যায়নি। এর মধ্যে করোনায় প্রথম মারা যাওয়া পল্লী চিকিৎসক আবুল কাশেম গোলাপগঞ্জ উপজেলার তালিকায়, সিলেটে মৃত্যুবরন করা মুড়িয়া ইউপির তাজপুরের তমছির আলী এবং বিয়ানীবাজারে পজেটিভ হওয়া বড়লেখার একজন রয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বিয়ানীবাজারে বাড়ছে জানিয়ে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদ জানান, স্বাস্থ্যবিধি না মেনে স্বাভাবিক চলাচলে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এরকম চলতে থাকলে আক্রান্তের হার দিনদিন বাড়তে থাকবে। তিনি আরো বলেন, কারো মধ্যে করোনার উপসর্গ কিংবা সন্দেহজনক কারো সংস্পর্শে আসলে টেস্ট করার অনুরোধ জানান।

বিয়ানীবাজার পৌরসভায় মেয়র আব্দুশ শুকুর জানান, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মানুষ চলাচল করত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভা। লকডাউন তুলে দেয়ায় স্বাভাবিকভাবে পৌরশহর এবং আশেপাশের এলাকায় মানুষদের চলাচল বেড়েছে, যারা বাইরের জেলা থেকে এসেছে তাদের হোম কোয়ারাইন্টাই নিশ্চিত করার পাশাপাশি নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চললে আক্রান্তের সংখ্যা বাড়বে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Back to top button