বিয়ানীবাজার সংবাদ
ব্রেকিং বিয়ানীবাজারে আরো ৫ জনের করোনা পজেটিভ, সবাই পৌর শহরের বাসিন্দা!
নিজস্ব প্রতিবেদক ঃঃ ১০ জন শনাক্তের রেশ যেতে না যেতে বিয়ানীবাজারে এবার নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার (৩ জুন) রাত ১০ টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ বিয়ানীবাজার টাইমসকে জানান, নতুন আক্রান্ত সবাই বিয়ানীবাজার পৌর শহরের বাসিন্দা। আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, বিয়ানীবাজারের সর্বমোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ৫ জন।