ওসমানীনগর

ওসমানীনগরে এবার পিতা-পুত্রসহ ৩জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে নতুন করে পিতা-পুত্রসহ আরও ৩ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩জন আর মারা গেছেন ১জন।

ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের চিন্তামনি গ্রামের হাফিজ লালা মিয়া (৬৫) ও তাঁর পুত্র আব্দুল হাকিম (৩০)। অপরজন হলেন, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের ঢাকা ফেরত যুবক রুহুল আমীন (২০)।

চিন্তামনি গ্রামের পিতা পুত্র জ্বর সর্দি নিয়ে গত ২৮ মে নমুনা প্রদান করেন আর গলমুকাপনের রুহুল আমিন গত ৩০ মে নমুনা প্রদান করে। আজ মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তিনজনের পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আগামী কাল বুধবার আক্রান্ত ৩জনের বাড়ি লকডাউন করা হবে।

Back to top button