বড়লেখা

বড়লেখা ফিরছে তার চিনচেনা রূপে

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: সরকারি ছুটি শেষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা তার চিনচেনা রূপ ফিরে পেয়েছে। গত দুদিনের তুলনায় মঙ্গলবার ২ জুন সকাল থেকেই শহরে মানুষের ভিড় বেশি লক্ষ করা যাচ্ছে। যানজটও আগের তোলনায় বেশি। এখন বলা যায় যানঝটের নগরী বড়লেখা।

পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তাগুলোতে রিকসা, অটো রিকসা, প্রাইভেট কারসহ প্রায় সব ধরনের গাড়ি চলছে।

সরকারী বেসরকারি অফিসের পাশাপাশি মার্কেট, বিপনিবিতানগুলো খোলা থাকায় দিনে দিনে শহরমুখী মানুষের ভিড় বাড়ছে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

স্বাস্থ্যবিধি না মানায় ও মানুষের ভিড় বাড়ার সাথে সাথে করোনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

শহরে চলাচলকারী গাড়িগুলোতে মানা হচ্ছে না এক সিট খালি রাখার বিধান। কেউ কেউ মানলেও যাত্রীদের সাথে ভাড়া নিয়ে বাকযুদ্ধ করতে দেখা গেছে অনেক জায়গায়।

শহরে আসা মানুষদের মাঝে সচেতনতার বালাই নেই বললেই চলে। অনেকের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগ মানুষের হ্যান্ড গ্লাভস নেই। এতে করে করোনা সংক্রমণ বাড়বে বলাই যায়।

Back to top button