বড়লেখা

বড়লেখায় আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

বড়লেখা প্রতিনিধি- মৌলভীবাজারের বড়লেখায় আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (৩১মে) ঢাকার ন্যাশনাল ল্যাবের পরীক্ষায় ওই দুই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা উপজেলার কাঠালতলীর উত্তরভাগ এলাকার দুটি ভিন্ন পরিবারের সদস্য। তাদের একজনের বয়স ৩৫ এবং আরেকজনের বয়স ৫০। করোনার মৃদু উপসর্গ নিয়ে আক্রান্ত ওই দুই ব্যক্তি নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস রবিবার রাত সাড়ে দশটার দিকে  এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্বপতিবার(২৮ মে) করোনা সন্দেহে বড়লেখা উপজেলার ২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ল্যাবে পাঠানো হয়। আজ রবিবার (৩১মে) কাঠালতলীর উত্তরভাগ এলাকার দুই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে বড়লেখা উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ ।এদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস আজ রবিবার রাত সাড়ে দশটার বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘আক্রান্ত দুজন ব্যক্তির শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ’

Back to top button