বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার এসএসসিতে জিপি-৫ এ সেরা খলিল চৌধুরী, মোট জিপিএ ৭১টি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ এসেছে ৭১টি এবং দাখিলে এসেছে তিনটি।

এসএসসিতে বিয়ানীবাজারে সর্বোচ্চ ২৩টি জিপিএ-৫ পেয়েছে বরাবরের মতো খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন। এছাড়াও একই সেন্টারে (বিয়ানী-১) নালবহর উচ্চ বিদ্যালয় ১টি, কসবা বালিকা উচ্চ বিদ্যালয় ১টি, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় ২টি, দাসউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ১টি, পিএইচজি উচ্চ বিদ্যালোয় ৪টি, পুর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় ৪টি, আঙ্গুরা গার্লস হাই স্কুল ১টি, ঘুঙ্গাদিয়া গার্লস হাই স্কুল ১টি, দি নিউ জেনারেশন উচ্চ বিদ্যালয় ১টি, বিয়ানীবাজার জামেয়া উচ্চ বিদালয় ২টি।

বিয়ানী-২ সেন্টারে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ৩টা, তারা মিয়া খান ইন্টারন্যাশনাল একাডেমী ৯টি, আজাদ চৌধুরী একাডেমী ৯টি।

বিয়ানী-৩ঃ দুবাগ আইডিয়াল একাডেমীতে ৩টি।

বিয়ানী-৪ সেন্টারে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১টি, লাউতা উচ্চ বিদ্যালয়ে ২টি, জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ১টি।

বিয়ানী-৫ সেন্টারে জমসেদ আহমদ হাই স্কুল কাকুরায় ১টি, চারখাই উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ এসেছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় একমাত্র বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসায় ৩টি জিপিএ-৫ এসেছে।

Back to top button