গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে করোনারোগীর হাফ সেঞ্চুরি

নিউজ ডেস্ক-সিলেটের গোলাপগঞ্জে নতুন আরও দুজনের করোনা শনাক্তের মধ্য দিয়ে হাফসেঞ্চুরি হলো করোনারোগীর।

রোববার (৩১ মে) সকালে নতুন আক্তান্তদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় কোনও রিপোর্ট পজিটিভ না আসলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ল্যাবে আরও দুজনের করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের ৫৫ বছরের এক বৃদ্ধ মহিলা ও বাঘা ইউনিয়নের তুরুকবাগ গ্রামের ৬২ বছর বয়সের আরেকজন বৃদ্ধ রয়েছেন।

এই দুজন রোগী কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি। রোববার আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তারা কীভাবে আক্রান্ত হয়েছেন তা বিস্তারিত জানা যাবে।

এদিকে এই দুজন নতুন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।

Back to top button