ডা. শিব্বির আহমদ সোহেলের করোনার রিপোর্ট ‘নেগেটিভ’
বিয়ানীবাজার টাইমসঃ ডাক্তার শিব্বির বিয়ানীবাজারের একটি পরিচিত নাম দেশের ক্রান্তিলগ্নে অন্য চিকিৎসকরা ঘরে বসে সেখানে দায়িত্ব থেকে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিয়ানীবাজারে রোগী দেখে যাচ্ছিলেন ডাক্তার শিব্বির আহমেদ। তার এক রোগী বড় লেখা উপজেলার মনোয়ার হোসেনের করোনা পজেটিভ আসলে ঐ ব্যাক্তির সংস্পর্শে থাকায় নিজে থেকে আইসোলেটেড হয়ে যান তিনি। নমুনা জমা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে।
আজ শনিবার (৩০ মে) তার রিপোর্টটি নেগেটিভ আসে এমনটা নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ডাক্তার শিব্বিরের রিপোর্ট নেগেটিভ আসায় পুরো এলাকা জুড়ে স্বস্তির নিশ্বাস ফিরেছে কারন ডাক্তার শিব্বি্র বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ত্রান বিতরন থেকে শুরু করে রোগী দেখায় ছিলেন তৎপর।
ডাঃ শিব্বির তার রিপোর্টের সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান,
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও সকলের দোয়ায় আমার কোভিড -১৯ টেস্ট নেগেটিভ এসেছে। এই যাত্রায় বেঁচে গেলাম। আবার চেম্বার শুরু করব, আপনাদের কাছে সেবা পৌঁছে দিব,আল্লাহ যেন এই অবস্থা মধ্যে আর না ফেলেন। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, বাচ্চা ছাড়া পাঁচ দিনের এই চার দেয়ালের বন্দি জীবন অনেক কষ্টের।
অসম্ভব ভালবাসা ও অসংখ্য দোয়া পেয়েছি সকলের কাছ থেকে।
সবার প্রতি অনুরোধ জরুরী কাজ ছাড়া অযথা বাইরে গিয়ে নিজেকে ও নিজের পরিবারকে বিপদে না ফেলে, মা -বাবা,ভাই,বোন স্ত্রী বাচ্চাদের সাথে সময় কাটান, এটাই অনেক উত্তম এই বন্দী আইসোলেশন থেকে।
আমরা তো চাইলেই ঘরে বসে থাকতে পারবো না, এই কঠিন সময়ে আমরা সব সময় আছি আপনাদের পাশে।
সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের পাশে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ Dr.Ishaq Azad চাচা এবং উনার টিমকে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিয়ানীবাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন সুস্থ হয়েছেন ৫ জন এবং মৃত্যু বরন করেছেন একজন পল্লি চিকিৎসক।