গোলাপগঞ্জে ঈদের নামাজেও গিয়েছেন করোনা আক্রান্ত ব্যক্তি
নিউজ ডেস্কসিলেটের গোলাপগঞ্জে বৃহস্পতিবার (২৮ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেলের ল্যাব তার করোনা শনাক্ত হওয়া ব্যক্তি ইদুল ফিতরের নামাজে অংশ নিয়েছিলেন। দক্ষিণ দত্তরাইল জামে মসজিদে ঈদের নামাজে অংশ নেন তিনি।
খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের স্বাস্থ্য কর্মীরা বাড়ি লকডাউন করে আসেন।
জানা যায়, আক্রান্ত ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি বছর দুয়েক ধরে নিজ বাড়িতে এক ধরনের সমাজচ্যুত অবস্থায় একাই বসবাস করে আসছিলেন। কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার তার করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করা হয়।
বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের শনাক্ত হওয়া ৮ জনের একজন তিনি। ঈদের নামাজে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এদিকে শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তার অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তার আক্রান্ত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।