বিয়ানীবাজারে যুবলীগ নেতার উপর মুখোশধারীদের হামলা
বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ। তারা এ নেতার এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬ টায় আঙ্গারজুর ব্রিজের সন্নিকটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার এক পা এবং হাত ভেঙ্গে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে পথচারীরা আহত জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে প্রাইভেট একটি চিকিৎসালয়ে তার শরীরের ভাঙ্গা স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।
সূত্রমতে, বিয়ানীবাজার থেকে দোকান বন্ধ করে সিএনজি করে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা ও ব্যবসায়ী জুয়েল আহমদ। স্বাধীন গ্রুপের এই নেতা বাড়ির পাশে আঙ্গারজুর ব্রিজের কাছে পৌছামাত্র ৬ জন মুখোশপড়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে হাত-পা ভাঙ্গাসহ মারাত্মক জখম করে। সন্ত্রাসী এই ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
এদিকে, জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু। তিনি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এছাড়াও নিন্দা জানিয়েছেন উপজেলা যুবলীগ নেতা জাহিদ আহমদ রাজু, সাবেক ছাত্রনেতা কে এইচ সুমন।
তাঁরা অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
পাশাপাশি সন্ত্রাসী এ ঘটনায় ফেসবুকজুড়ে নিন্দার ঝড় বইছে। খবর পেয়ে স্বাধীন গ্রুপের নেতাকর্মী আহত জুয়েল আহমদকে দেখতে যান এবং
চিকিৎসার ব্যবস্থা করেন। তারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান।