বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন,৩ জন সুস্থ
আশফাক জুনেদ:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাসে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ জন। তবে এখনো কোন মৃৃত্যু নেই।আক্রান্তদের মধ্যে বড়লেখা পৌর শহরে ৪ জন, দক্ষিনভাগ ইউনিয়নে ২ জন,দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে ১ জন,দাসের বাজার ইউনিয়নে ১ জন ও নিজবাহাদুরপুর ইউনিয়নে ১ জন রয়েছেন।
উপজেলায় সর্বশেষ মঙ্গলবার ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে বড়লেখায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ জন।সুস্থ হওয়া ২ জন দক্ষিনভাগ ইউনিয়নের ও ১ জন বড়লেখা পৌরসভার।
বিষয়টি নিশ্চিত করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃরত্নদ্বীপ বিশ্বাস।তিনি বলেন বড়লেখায় এখন পর্যন্ত ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজ নতুন করে ২ জন করোনাভাইরাস জয় করলেন।এ নিয়ে বড়লেখায় মোট ৩ জন করোনা রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।