ওসমানীনগর

সিলেটে এবার সাংবাদিক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে এবার এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজারের তেরহাতি এলাকার বাসিন্দা। এ নিয়ে ওসমানীনগরে মোট করোনায় আক্রান্ত হলেন ১২ জন। এরমধ্যে ১ জন মারা গেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন একজন।

ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ মে এই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর নমুনা পরীক্ষা শেষে আজ (২৬ মে) রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাঁকে করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়। বুধবার ওই সাংবাদিকের বাড়ি লকডাউনসহ তার বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করা হবে।

তবে আক্রান্ত সাংবাদিকের করোনার উপসর্গ নেই বলে জানা গেছে।

Back to top button