বড়লেখার করোনা পজেটিভের সংস্পর্শে ছিলেন বিয়ানীবাজারের ডাঃ শিব্বির, স্বেচ্ছায় আইসোলেশনে
নিজস্ব প্রতিবেদক ঃ বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গনে মনোয়ার হোসেন নামের একজনের করোনা পজেটিভ আসে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন থাকায় মনোয়ার হোসেন বিয়ানীবাজারে ডাঃ শিব্বির আহমেদের চেম্বারের আসেন তৎক্ষনাৎ ডাক্তার শিব্বির আহমেদ করোনার উপসর্গ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান এবং নমুনা সংগ্রহের ব্যাবস্থা করেন।
জানা যায় নমুনা সংগ্রহ করা মনোয়ার হোসেনের রিপোর্টটি আজ পজেটিভ আসে ফলে ডাঃ শিব্বির ঐ রোগীর সংস্পর্শে থাকায় সেচ্ছায় আইসোলেশনে গেছেন। ডাঃ শিব্বির আহমেদ সুহেল বিয়ানীবাজার টাইমসকে জানাম, করোনা আক্রান্ত মনোয়ার হোসেন তার পরিচিত ছিলেন। তার সংস্পর্শে থাকায় তিনি নিজে থেকে আইসোলিউসিনে আছেন। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন আগামীকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করবে এর আগ পর্যন্ত তিনি আইসোলিউসিনে থাকবেন এমনটা নিশ্চিত করেছেন।
এ ছাড়া তিনি তার ফেইসবুকে এক স্ট্যাটাসে লিখেন, আমি ডাক্তার শিব্বির আহমেদ সোহেল। পরিচালক ও চিকিৎসক বিয়ানীবাজার ডায়াবেটিস এন্ড হরমোন সেন্টার গত ২০ তারিখ রোজ বুধবার আমার চেম্বারে মনোয়ার হোসেন (৩২ )একজন রোগী আসেন করোনা কিছু উপসর্গ নিয়ে এবং আমি ওনাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। উনার করোনা পজেটিভ আসে ।
আমি গত রাতে খবরটি শোনার পর নিজ থেকে আইসোলেশন এ যাই ও চেম্বার বন্ধ রাখি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে অবগত করি।আগামীকাল আমার স্যাম্পল বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হবে।
আলহামদুলিল্লাহ আমি সুস্থ বোধ করছি এবং আমি সুস্থ আছি আপনারা দোয়া করবেন।
উল্লেখ্য, বিয়ানীবাজারে এখন পর্যন্ত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে ৫ জন সুস্থ হয়েছেন বাকি দু’জন চিকিৎসাধীন আছেন এবং আরেকজন পল্লি চিকিৎসক আবুল কাশেম করোনায় মৃত্যু বরন করেন।