বিয়ানীবাজারে আজ করোনার পজেটিভ রোগী নেই,পৌর শহরে হঠাৎ গুজব?
মহসিন রনি ঃ ১০ দিন পর বিয়ানীবাজারে দুজন করোনার রোগী শনাক্ত হওয়ার পর আতংক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। গতকাল ব্রাহ্মণ বাড়িয়া ফেরত ৪০ বছরের একজন মহিলার করোনা পজেটিভ আসে এবং বিয়ানীবাজারে করোনা ভাইরাস প্রথম মৃত্যু বরন করা আবুল কাশেমের সংস্পর্শে আশা মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের ৯ বছর বয়সের এক শিশুর করোনা শনাক্ত হয়। তবে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) কোনো করোনা পজেটিভ রোগী নেই এমনটা নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এদিকে হঠাৎ করে বিয়ানীবাজার পৌর শহরে করোনা ভাইরাস নিয়ে গুজব রটেছে। নানা ব্যাক্তি কিংবা পৌর শহরে বিভিন্ন গ্রাম নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ প্রতিবেদককে জানান, আজ বিয়ানীবাজারে করোনা পজেটিভ রোগী নেই,গুজবে কান না দিয়ে সবাইকে ঘরে থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, বিয়ানীবাজারে এখন পর্যন্ত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে ৫ জন সুস্থ হয়েছেন বাকি দু’জন চিকিৎসাধীন আছেন এবং আরেকজন পল্লি চিকিৎসক আবুল কাশেম করোনায় মৃত্যু বরন করেন।