বড়লেখা

এবার বড়লেখা হাসপাতালের ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত!

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকার ন্যাশনাল হাসপাতাল অব মেডিসিন এন্ড ল্যাব রেফারেন্স সেন্টারে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ৩ জনই বড়লেখা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে কর্মরত চিকিৎসক। এদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ । তারা প্রত্যেকেই হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসীন্দা । বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার(১৭ মে) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের একজন ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ আসে । এদিনই আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসকসহ মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার হাসপাতালে কর্মরত তিনজন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত তিনজন চিকিৎসকের মধ্যে একজন নারী বাকি দুজন পুরুষ। তাদের কারো শরীরে উপসর্গ দেখা দেয় নি। হাসপতালের স্টাফ কোয়ার্টারে তারা বসবাস করেন । তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ।

বড়লেখা উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা.রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার রাত ৮টার দিকে  এসব তথ্য নিশ্চিত করে বলেন- আমাদের হাসপতালে কর্মরত ৩জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের শরীরে উপসর্গ নেই। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮। এদর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

Back to top button