পৌরসভায় উপহার সামগ্রী বিতরনের মাধ্যমে ৩ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন জামাল হোসেন
বিয়ানীবাজার টাইমসঃ করোনা প্রাদুর্ভাবে বিয়ানীবাজার পৌরসভা এলাকার অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরনের মাধ্যমে শেষ হলো উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনের উপজেলাব্যাপী দুই হাজার পরিবারকে উপহার সামগ্রী প্রদান।
বৃহস্পতিবার পৌরসভার সব ওয়ার্ডের মানুষের মধ্যে উপজেলা কনফারেন্স হলে উপহার সামগ্রী বিতরনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, আমি গরীবের সন্তান, আপনাদের জন্য রাজনীতি করি, আপনারাই আমাকে স্নেহ করে ভোট দিয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন। করোনার এই দুঃসময়ে আমি আপনাদের পাশে না দাঁড়ালে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না।
এসময় তিনি উপহার সামগ্রী বিতরনের ফান্ড গঠনে এগিয়ে প্রবাসী সাবেক ছাত্রনেতারা, দেশে থাকা অনেক ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাদের সহযোগীতায় আজ আমি সফলভাবে বিয়ানীবাজার উপজেলার দুই হাজার পরিবারের পাশে দাড়াতে পেরেছি।
বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামসুল হকের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা কে এইচ সুমনের পরিচালনায় উপহার সামগ্রী বিতরনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন।
বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী আবুল কালাম, এনাম উদ্দিন, সাংবাদিক শাহিন আলম হৃদয়, যুবলীগ নেতা ইকবাল হোসেন একন, রুমেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাসান রায়হান, জুনেদ আহমদ, দীপু কুমার, মারজান উদ্দিন ও জুনেদ আহমদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।