গোলাপগঞ্জে ঢাকা ফেরত যুবক করোনা আক্রান্ত
নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ২৬তম করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার বাদেপাশা ইউপির আমকোনা গ্রামের যুবক (২১)। এছাড়া ৪বছরের এক শিশুর ২য় বারের মত রিপোর্ট পজেটিভ এসেছে। তার বাড়ি বাদেপাশার উত্তর নোয়াই গ্রামে।
এনিয়ে উপজেলায় মোট ২৬জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবা্র পরিকল্পনা কর্মকতা ডা. মনিসর চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, আমকোনা গ্রামের আক্রান্ত যুবক ঢাকা ফেরত। কয়েকদিন আগে সে ঢাকা থেকে আসায় তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সকালে তার রিপোর্ট আসে পজেটিভ। তবে পরিবারের দাবি সে সিলেটে ঘুরতে গিয়েছিল পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করা হয়।
এরআগে ৯মে উত্তর নোয়াই গ্রামে ঢাকা ফেরত কোরআনে হাফেজ (৩০) এর করোনা পজেটিভ আসে। পরে তার পরিবারের লোকজনের নমুনা পরীক্ষা করা হলে ১১মে তার ৪বছরের এক শিশুর করোনা পজেটিভ আসে। পুনরায় পরীক্ষা করা হলে বৃহস্পতিবার ঔই শিশুর ২য় বারের মত পজেটিভ আসে। এরআগে মঙ্গলবার কোরআনে হাফেজ (৩০) সুস্থ হয়ে বাড়ি ফিরেন।